ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

দাগনভূঞায় অস্ত্রসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
দাগনভূঞায় অস্ত্রসহ যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: জেলার দাগনভূঞায় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-র‌্যাব।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ইয়াকুব ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

আটক ওই যুবকের নাম মো. ইফতেখার উদ্দিন (১৮)।

র‌্যাব জানায়, অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় ১টি দেশিয় একনলা বন্দুক, ৬ রাউন্ড কার্তুজ ও ১ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফলেরে গুলি উদ্ধার করা হয়েছে। আটক ওই যুবক এলাকার মো. আবু নাসেরের ছেলে।

পরবর্তীতে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনীর র‌্যাব-১’র ক্যাম্প কমান্ডার মেজর মো. মোজাম্মেল হক অস্ত্রসহ যুবককে আটকের সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।