সিলেট: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠন রোববার (১৩ সেপ্টেম্বর)। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী এদিন সকালে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।
আইন অনুযায়ী সব আসামির উপস্থিতিতে আদালতের বিচারক মামলার অভিযোগ গঠন করবেন। সে মোতাবেক এই মামলায় কারাগারে থাকা ১৪ আসামিকে আদালতে হাজির করা হবে।
দেশে-বিদেশে আলোচিত মামলাটি মানুষের কাছে আরও বেশি আলোড়ন সৃষ্টিকারী হয়েছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী বরখাস্তের কারণে।
রোববার অভিযোগ গঠনের পরই শুরু হবে চাঞ্চল্যকর এ হত্যা মামলার বিচারিক কার্যক্রম। ইতোমধ্যে সব আসামিকে আদালতে হাজির করার জন্য সিলেটের কারাগারে আনা হয়েছে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সগির মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার সকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হবে।
তিনি বলেন, এ মামলার অন্যতম আসামি সিসিকের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হককে ঢাকা থেকে সিলেট কারাগারে আনা হয় গত বুধবার ভোরে (০৯ সেপ্টেম্বর)।
এদিকে শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ মামলার অন্যতম আসামি সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে এবং রাত সাড়ে ১০টার দিকে হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ অপর ১১ আসামিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এই কারাগারে আনা হয় বলেও জানান সিনিয়র জেল সুপার।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।
গ্রেনেড হামলার এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এনইউ/আইএ