মেহেরপুর: গাঁজা সেবন ও বহনের দায়ে দুই মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনীর মালসাদহ মোড়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-গাংনীর চৌগাছা ভিটাপাড়ার ইয়াকুব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও জেলা সদরের ঝাউবাড়িয়া গ্রামের মিনু (৫০)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোক্তার হোসেন জানান, রোববার সকালে পুলিশের পৃথক দু’টি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় নওপাড়া বাজার থেকে মিনুকে ও গাংনী বাজার থেকে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। অভিযানের সময় মিনুর কাছে ১৫ গ্রাম ও জাহাঙ্গীর আলমের কাছে পাঁচ গ্রাম গাঁজা পাওয়া যায়।
তিনি আরো জানান, আটক দুইজনকে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করলে বিচারক এ রায় দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান জানান, দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের ১৯(১) এর টেবিল ৭(ক) ধারায় তাদের এ সাজার আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসআই