ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

অটোরিকশা চালক হত্যা

কিশোরগঞ্জে ২ আসামির রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
কিশোরগঞ্জে ২ আসামির রিমান্ড

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে নেশা করতে বাধা দেওয়ায় অটোরিকশা চালক শামীমকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত প্রধান দুই আসামি জনি ও সাজনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা জুডিশিয়াল আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন।



এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান শনিবার ১০ দিনের রিমান্ড আবেদন করে আসামিদের কোর্টে হাজির করেন। আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে প্রত্যেককে পাঁচদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

উল্লেখ্য, মাদক সেবনে বাধা দেওয়ায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ সদরের যশোদল আমাটি শিবপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে অটোরিকশা চালক শামীমকে হাত-পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে পরদিন একই গ্রামের জনি, আল আমিন, শফিক ও সাজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে বিকেলে জনি ও সাজনকে গ্রেফতার করে পুলিশ। মামলার অপর দুই আসামি শফিক ও আলামিন এখনও পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।