নাটোর: নাটোরে পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রোববার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি অফিসে ছিলেন না।
পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি বাংলানিউজকে জানান, আগুনে তার কার্যালয়ের নিচতলার বেশ কিছু ফাইলপত্র পুড়ে গেছে, বিদ্যুতের সব তার ও সামগ্রী নষ্ট হয়ে গেছে। কক্ষেরও বেশ ক্ষতি হয়েছে। এক মাস আগে থেকে বিদ্যুতের সমস্যা হওয়ায় বিষয়টি দায়িত্বপ্রাপ্ত গণপূর্ত বিভাগকে জানানো হয়েছিল।
নাটোর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, পুলিশ সুপারের দপ্তর থেকে যতবার মৌখিক অভিযোগ করা হয়েছে। ততবারই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা নিছক দুর্ঘটনা।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবু সামা বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
পিসি/