মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে একটি ব্যাংক থেকে আব্দুল জব্বার (৩৭) নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ছয় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পূবালী ব্যাংক সিংগাইর শাখায় এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী আব্দুল জব্বার বাংলানিউজকে জানান, দুপুরে পূবালী ব্যাংকের সিংগাইর শাখায় টাকা জমা দিতে যান তিনি। এ সময় তিন জন অপরিচিত লোক তার পাশে দাঁড়ায়। রশিদ লেখার সময় তাদের একজন বলে, তার পায়ের কাছে একশ’ টাকা পড়ে আছে। ওই টাকা তুলতে গেলে একজন টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক জানান, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
মানিকগঞ্জ সদর সার্কেল সহকারী পুলিশ সুপার এ এস নেওয়াজি বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এমজেড