ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে টরকী বন্দরে অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
বরিশালে টরকী বন্দরে অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালের গৌরনদী পৌর এলাকার টরকী বন্দরে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে জুবায়ের ইসলাম সান্টু, পলাশ দাস, শহীদ বেপারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।



রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে ওই বন্দরের মাঝি পট্টির শাহাবুব শরীফের পাটের গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পরে।

খবর পেয়ে গৌরনদী ও উজিরপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।

আগুনে অমর রায়, পূন্য রায়, ভোলা রায়, নিখিল রায়, কমল রায়, বেল্লাল মাঝি, চঞ্চল মাঝি, মজিদ পাইক, কালাচাঁদ ভৌমিকের দোকান ও অসীম শীলের সেলুন পুড়ে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আ. হাই জানান, দুপুর দেড়টার দিকে বন্দরের রায়পট্টি শাহাবুব শরীফের পাটের গোডাউনে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরে।

ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন। এ সময় তেলের ড্রাম থেকে গ্যাস বের হলে তিনিসহ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের মালামাল রাখার গুদাম পুড়ে যাওয়ায় বেশ ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫/আপডেট:১৬৩২ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।