ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ভ্যাট নেবে না বাংলাদেশ ইউনিভার্সিটিও

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ভ্যাট নেবে না বাংলাদেশ ইউনিভার্সিটিও

ঢাকা: এবার শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফির সঙ্গে ভ্যাট না নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটিও। তবে, তারা ‘এ বছর’ ভ্যাট নেওয়া হবে না বলে জানিয়েছে।



রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আলোচনার পর এ সিদ্ধান্ত জানায়।

কর্তৃপক্ষ আশা করে, এ ঘোষণার ফলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবেন এবং নিয়মিত তাদের একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন।

বিকেলে ইউনিভা‍র্সিটির ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) সোহেল আহসান নিপুর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

টিউশন ফির ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত ক’দিন ধরে আন্দোলন করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। এ আন্দোলনের প্রেক্ষিতে এনবিআর’র সার্কুলার অনুযায়ী প্রথমে ব্র্যাক ‍ইউনিভার্সিটি ও পরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ঘোষণা দেয়, টিউশন ফির সঙ্গে ভ্যাট কর্তৃপক্ষ দেবে, শিক্ষার্থীরা নন। যদিও কেবল টিউশন ফির ওপরই নয়, শিক্ষার ওপরই ভ্যাট প্রত্যাহার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।