ঢাকা: বাংলাদেশে আরও তিনটি ভিসা আবেদন কেন্দ্র খুলেছে ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেন্টার তিনটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।
নতুন সেন্টার তিনটি খোলা হয়েছে- রংপুর, বরিশাল ও ময়মনসিংহে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ব্যাংকিং গ্রুপ ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া করপোরেট সেন্টারের (মুম্বাই) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ সেনগুপ্ত উপস্থিত ছিলেন।
এর আগে গুলশান, মতিঝিল, ধানমন্ডি, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীতে মোট ৭টি আবেদন কেন্দ্র ছিলো। এ নিয়ে মোট ১০টি ভিসা আবেদন কেন্দ্র প্রতিষ্ঠিত হলো বাংলাদেশে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে সেন্টারগুলো পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২৯৭/১ মাসাকান্দা প্রথম ফ্লোর বাস স্ট্যান্ড ময়মনসিংহ। এই কেন্দ্রে জামালপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ নেত্রকনো, শেরপুর, টাঙ্গাইল ও ভালুকার বাসিন্দারা ভারতীয় ভিসা পেতে আবেদন করতে পারবেন।
নর্থ সিটি সুপার মার্কেট প্রথম ফ্লোর বরিশাল সিটি করপোরেশন অমৃতা লাল দে রোড বরিশাল ঠিকানায় বরিশাল, বরগুনা, ভোলা, ঝালকাঠী, পটুয়াখালী ও পিরোজপুরের বাসিন্দারা আবেদন করবেন।
জেবিসেন রোড রামকৃষ্ণ মিশন রোড়ের উল্টোপাশে আবেদন কেন্দ্র খোলা হয়েছে, এখানে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা নীলফামারী, পঞ্চড়গ, ঠাকুরগাঁও ও লালমনিরহাটের বাসিন্দারা আবেদন করতে পারবেন।
এছাড়া ভারতীয় ভিসা আবেদনের জন্য সাহায্য নিতে ০৯৬১২৩৩৩৬৬৬, ০৯৬১৪৩৩৩৬৬ নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
জেপি/বিএস