ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফের রিমান্ডে মং চু অং মারমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ফের রিমান্ডে মং চু অং মারমা ছবি: প্রতীকী

রাঙামাটি: আরাকান আর্মির সঙ্গে জড়িত সন্দেহে আটক মং চু অং মারমার ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  
 
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকন উদ্দিন তার রিমান্ড আবেদন মঞ্জুর করেন।



এর আগে, আরাকান আর্মি সদস্য অং নং ইয়াং রাখাইন এবং তাকে যে বাড়ি থেকে আটক করা হয় সেই বাড়ির দুই কেয়ারটেকার মং চু অং মারমা ও যশো অং মারমাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ।  
 
আসামিদের মধ্যে আরাকান আর্মি সদস্য মং নং ইয়াং রাখাইন ও অপর কেয়ারটেকার যশো অং মারমাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, তিন জনকে দুই দফায় আটদিন রিমান্ডে নিয়েছিল পুলিশ।
 
গত ২৬ আগস্ট রাঙামাটির রাজস্থলী থেকে আরাকান আর্মির সদস্য অং নং ইয়াং রাখাইনকে ঘোড়া, ল্যাপটপ, ক্যামেরা, আরাকান আর্মির পোশাকসহ আটক করে যৌথবাহিনী। এর একদিন পর যশো অং মারমা ও মং চু অং মারমাকে আটক করা হয়।  
 
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।