জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাতাপুর গ্রাম থেকে একটি রিভলবার ও ১৫৫ গ্রাম হেরোইনসহ দুলু মিয়া (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মকবুল হোসেন নামে আরেক অস্ত্র ব্যবসায়ী পালিয়ে যান।
আটক দুলু মিয়া উপজেলার পশ্চিম মাতাপুর গ্রামের মৃত. জব্বার ফকিরের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, ভারত থেকে আনা হেরোইন ও অস্ত্র বিক্রির জন্য নিজ হেফাজতে রাখেন দুলু মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে র্যাব সদস্যরা তার এলাকায় অভিযান চালায়। এ সময় বাড়ির পাশের একটি মুরগির খামারের পাশ থেকে রিভলবার ও ১৫৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
র্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, আটক ও পলাতক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এএটি/এসআর