মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-পাটুরিয়া মহাসড়কের কাশাদহ এলাকায় সড়ক দুর্ঘটনায় মাগুরা জেলা পুলিশ সুপার এ.কে.এম এহসান উল্লাহ আহত হয়েছেন। এ সময় তার গাড়ি চালকও আহত হয়েছেন।
রোববার( ১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ আকরামুজ্জামান বাংলানিউজকে জানান, মাগুরার পুলিশ সুপার এহসান উল্লাহ ঢাকায় পুলিশের এক জরুরি সভায় যোগ দিয়ে মাগুরায় ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের কাশাদহ ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে পুলিশ সুপারকে বহনকারী পাজেরোর মুখোমুখি সংর্ঘষ হয়। এতে পাজেরোটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে পুলিশ সুপার ও তার গাড়ি চালক গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা পাঠিয়ে দেওয়া হয়।
মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আহত পুলিশ সুপারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, মাগুরা জেলা পুলিশ সুপারের দ্রুত সুস্থতা কামনায় মাগুরা পুলিশের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল সুদর্শন কুমার রায়।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
পিসি/