ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ভুয়া কাবিননামা সরবরাহ করায় দুই কাজী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ভুয়া কাবিননামা সরবরাহ করায় দুই কাজী কারাগারে ছবি: প্রতীকী

জামালপুর: জামালপুরে ভুয়া কাবিননামা সরবরাহ করার অভিযোগে দায়ের করা মামলায় দুই কাজীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (সেপ্টেম্বর) দুপুরে তারা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক আতিকুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



তারা হলেন-জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের কাজী আবুল কালাম আজাদ ও শেরপুরের শ্রীবরদী উপজেলা তাতিহাটি ইউনিয়নের কাজী শামীমুর রহমান শামীম।

মামলা সূত্রে জানা যায়, কাজী আবুল কালাম আজাদ জেলার বকশীগঞ্জ পৌর এলাকার টিকর কান্দি গ্রামের এক মেয়ের বিয়ের ভুয়া কাবিন নামা সরবরাহ করেন। এ কাজে তাকে সহযোগিতা করেন শামীমুর রহমান শামীম নামে আরেক কাজী। এ ঘটনায় ভুক্তভোগী তাদের বিরুদ্ধে ২০১৫ সালের ১২ মে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণা মামলা দায়ের করেন। এ মামলায় আদালত দুই কাজীর বিরুদ্ধে সমনজারি করে।

রোববার দুপুরে তারা আদালতে হাজির হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।