পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পার্বতীপুর ইউএনও কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন-সাংবাদিক মোহাম্মদ শামসুল হুদা, আব্দুল কাদির, আতাউর রহমান, মোস্তাফিজুর রহমান বকুল, মঞ্জুরুল আলম, এমএ জলিল সরকার, আমজাদ হোসেন, একরামুল হক বেলাল, বদরুদ্দোজা বুলু, মামুনুর রশিদ, মাহমুদুর রহমান, জাকির হোসেন প্রমুখ।
সভায় নবাগত ইউএনও তরফদার মাহমুদুর রহমান সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন-সাংবাদিকরা জাতির বিবেক। তাছাড়া স্থানীয় বাসিন্দা হিসেবে আপনারা জানেন কোথায় কী হয়। সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করা ইউএনও’র প্রধান দায়িত্ব। সমাজের নানা অনিয়ম ও বিধি বহির্ভূত কর্মকাণ্ডসহ আইনশৃঙ্খলার বিষয়টিও দেখ ভাল করতে হয়। সুষ্ঠভাবে দায়িত্বপালন করার স্বার্থে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে পার্বতীপুরের বিভিন্ন সমস্যা, করণীয় ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তরফদার মাহমুদুর রহমান পার্বতীপুর ইউএনও’র দায়িত্ব নেন।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসআই