ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ভ্যাট নিয়ে আলোচনার দ্বার খোলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ভ্যাট নিয়ে আলোচনার দ্বার খোলা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ভ্যাট নিয়ে আলোচনার দ্বার খোলা রয়েছে। আমি আশা করি, তারা এ বিষয়ে আমার সঙ্গে আলোচনা করবে।


 
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে অর্থমন্ত্রণালয়ে পূর্বাচলে ৪০ একর জমির উপর কনভেনশন সেন্টার নির্মাণ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
 
ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহিত বলেন, আলোচনার পথ রুদ্ধ নয়, ভ্যাট পুনর্বিবেচনা করতে সরকার অনমনীয় নয়। আমরা পুনর্বিবেচনা তো সব সময় করি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা পর্যালোচনায় বেতন কমিশন কাজ শুরু করবে বলেও তিনি জানান।
 
এর আগে অর্থমন্ত্রী পূর্বাচলে ৪০ একর জমির উপর কনভেনশন সেন্টার নির্মাণ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, আমেরিকা প্রবাসী এক হাসপাতাল ব্যবসায়ীর সঙ্গে ৫-৬ বছর ধরে আলোচনা করা হচ্ছে। প্রথমে আমরা কেরাণীগঞ্জে এ কনভেনশন সেন্টার করতে চেয়েছিলাম। পরে পূর্বাচলে করার সিদ্ধান্ত নিয়েছি।
 
কনভেনশন সেন্টারে একটি হোটেল, প্রদর্শনী কেন্দ্র, সুইমিং ক্লাব ও তিনশ’ মিটার উঁচু একটি টাওয়ার নির্মাণ করা হবে। দুই বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। ১৫ দিনের মধ্যে মাটি পরীক্ষার পর কাজ শুরু করা হবে, জানান মুহিত।
 
এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভ্যাট নিয়ে আমরা বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে যাচ্ছি। এ বিষয়ে আলোচনা চলছে।
 
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫/আপডেট: ১৮০০ ঘণ্টা
এসই/আরএম

** প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থীরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।