ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

স্ত্রীকে গরম ডালে পুড়িয়ে দিলেন স্বামী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
স্ত্রীকে গরম ডালে পুড়িয়ে দিলেন স্বামী ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর উত্তর বেগুনবাড়িতে স্ত্রী খাদিজা বেগমকে গরম ডাল দিয়ে পুড়িয়ে দিলেন পাষণ্ড স্বামী মাসুদ (২৫)।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ৩টায় উত্তর বেগুনবাড়ি তাদের ভাড়া বাসায় নির্যাতনের শিকার হন তিনি।



খাদিজা বাংলানিউজকে বলেন, কিছুদিন ধরে আমার স্বামী আমাকে বিনা অপরাধে মারপিট করেন। এরই ধারবাহিকতায় রোববার দুপুরে ভাত খাওয়ার সময় ডাল ভাল হয়নি উসিলা করে আমার শরীরে গরম ডাল ঢেলে দেন এবং গলায় চাপ দিয়ে ধরেন।

মার খেয়ে বাচাঁও বাচাঁও বলে চিৎক‍ার করে বাসা থেকে বের হয়ে যাই। পরে স্থানীয় অনন্যা চক্রবর্তী নামে এক নারী আমাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উম্মে সালমা মনি বাংলানিউজকে বলেন, তার শরীরের বিভিন্ন জায়গার চামড়া পুড়ে যাওয়ায় তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দিয়ে মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

খাদিজা বলেন, ৬ বছর আগে প্রেমের সূত্র ধরে মাসুদের সঙ্গে আমার বিয়ে হয়। মাহিন নামে আমাদের এক বছরের একটি ছেলে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এজডেএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।