ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
পঞ্চগড়ে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে জরিমানা

পঞ্চগড়: পঞ্চগড়ে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।



এরা হলেন-মো. গণি ইসরাইল (৩০) ও মোহাম্মদ মানিক (২৯)।  

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন রেজা এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন রেজা বাংলানিউজকে জানান, নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও বিক্রি করছিল মসলা ব্যবসায়ী ইসরাইল ও মানিক।   এ খবর পেয়ে অভিযান চালিয়ে পলিথিন জব্দ ও তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গণি ইসরাইলকে ২০ হাজার ও মানিককে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।