ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

শেরপুরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
শেরপুরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন ছবি: প্রতীকী

শেরপুর: শেরপুরে ষড়যন্ত্র করে হত্যা মামলায় জড়িয়ে এক সাধারণ কৃষককে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ও স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের কাছে এ স্মারকলিপি দেন এলাকাবাসী।



অভিযুক্ত মো. আব্দুল জলিল শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর কোনাচিয়া পাড়ার মৃত আফছর আলীর ছেলে।

স্মারকলিপি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি)  নির্বাচনের সময় মো. আব্দুল জলিল চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর বিপক্ষের প্রার্থীর সর্মথনে কাজ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জলিলকে একটি হত্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করছেন তিনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ৯ সেপ্টেম্বর শেরপুর সদর থানায় শহরের শিংপাড়ায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। সেই গৃহবধূ চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর আত্মীয় হওয়ার সুবাদে মামলার বাদীকে প্রভাবিত করে আব্দুল জলিলকে শায়েস্তা করার জন্য আসামিভুক্ত করা হয়।

এদিকে প্রায় তিন শতাধিক এলাকাবাসীর স্বাক্ষর সম্বলিত একটি আবেদনে  দাবি করা হয়,  ঘটনার দিন সেই সময় আব্দুল জলিল হাজারো লোকের সামনেই বাড়ির কাছেই ভীমগঞ্জ বাজারে পারিবারিক প্রয়োজনে অবস্থান করছিলেন। কোনোভাবেই তিনি ওই হত্যা মামলায় জড়িত নন। তাই তারা ওই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে আব্দুল জলিলের অব্যাহতির দাবি জানান।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী জানান, হত্যার সঙ্গে জড়িত বলেই তাকে আসামি করা হয়েছে। তিনি কিভাবে জড়িত জানতে চাইলে তিনি বলেন মামলার বাদী বিস্তারিত জানেন। শত্রুতার জের ধরে তাকে এ মামলায় জড়ানো হয়েছে বলা হলে তিনি বলেন, এ অভিযোগ সত্য নয়।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি এ ঘটনায় তার সংশ্লিষ্টতা না থাকে তবে নিশ্চয়ই তাকে অব্যাহতি দেওয়া হবে।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের রঘুনাথ বাজার এলাকায় অ্যাম্বুলেন্সে বহন করা অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম নূরানী আক্তার হিমু (২৫)। তিনি শেরপুর শহরের মধ্যশেরী শিংপাড়া মহল্লার সাইদ মিয়ার স্ত্রী ও শেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অর্নাস শেষ বর্ষের ছাত্রী।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।