সিলেট: সিলেট মহানগরীতে মাখন মিয়া নামে এক ব্যবসায়ীর ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মাখন মিয়া মহানগরীর দক্ষিণ সুরমা মোগলাবাজার থানাধীন শিববাড়ি জৈনপুর এলাকার বাসিন্দা। তিনি বাংলানিউজকে জানান, হুমায়ুন রশীদ চত্বরের কাছে ইসলামী ব্যাংক থেকে চার লাখ টাকা উঠিয়ে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে পাঠানপাড়ায় পৌঁছামাত্র দু’টি মোটরসাইকেল যোগে চার যুবক তার রিকশার গতিরোধ করে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ব্যাগে রাখা চার লাখ টাকার মধ্যে এক লাখ টাকা নিচে পড়ে যায় এবং তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
মহানগরীর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এনইউ/আরএম