ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ছেলেকে অপহরণের অভিযোগে বাবা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ছেলেকে অপহরণের অভিযোগে বাবা আটক ছবি: প্রতীকী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নিজ সন্তানকে অপহরণের অভিযোগে আলমগীর বেপারী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  
 
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মুক্তারপুর সেতুর টোল প্লাজা থেকে তাকে আটক করা হয়।


 
অপহৃত শিশুর নাম আবির হোসেন (৮)। সে টঙ্গিবাড়ী উপজেলার রংমেহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
 
পুলিশ জানায়, রংমেহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আবিরকে তার বাবা আলমগীর বেপারী একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের মুক্তারপুর সেতুর টোল প্লাজা থেকে আবিরকে উদ্ধার করে। অপহরণের অভিযোগে আলমগীর বেপারীকে আটক করা হয়।  
 
মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোমেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তিন বছর আগে আলমগীর বেপারীর সঙ্গে স্ত্রী আনিকা আক্তার কণিকার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে ছেলে আবির তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করছিল।
 
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।