ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ভ্যাটবিরোধী শিক্ষার্থীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ভ্যাটবিরোধী শিক্ষার্থীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত সাংবাদিক লিটন হায়দার

ঢাকা: ভ্যাটবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক লিটন হায়দার।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পান্থপথের শুক্রাবাদ এলাকার (স্কয়ার হাসপাতালের কাছে) তাকে লাঞ্ছিত করা হয়।



লিটন হায়দার জানান, কয়েকজন বিদেশি চিকিৎসককে বহনকারী একটি গাড়ি স্কয়ার হাসপাতালে যাওয়ার সময় আন্দোলনকারীদের একটি দল তাদের আটকে দেন। এ সময় তারা বিদেশিদের গাড়ি থেকে বের করে লাঞ্ছিত করেন।
 
তিনি তখন মোবাইল ফোনে এ ঘটনার ছবি তুলতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং লাঞ্ছিত করেন।

এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তায় ফেলে দিয়ে তাতে রঙ স্প্রে করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পরে কয়েকজন পুলিশ সদস্য তাকে উদ্ধার করে নিয়ে যান বলে জানান লিটন।

সাংবাদিক লিটন হায়দার একটি অনলাইন নিউজ পোর্টালে ক্রাইম বিটের রিপোর্টিং করে আসছেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ইএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।