ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

কবিরাজের ঝাড়ফুঁকের পর গলার চেইন খোয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
কবিরাজের ঝাড়ফুঁকের পর গলার চেইন খোয়া ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর গোলাপবাগে নারী কবিরাজের ঝাড়ফুঁকের পর গলার চেইন খোয়া গেছে আব্দুল খালেক (৬৫) নামে এক রোগীর।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় খালেকের নিজ বাসায় ২৯/২ গোলাপবাগে এ ঘটনা ঘটে।



খালেকের ছেলে আল আমিন বাংলানিউজকে বলেন, আমার বাবা সরকারি করতেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ। রোববার বেলা ১১টায় এক নারী কবিরাজ আমাদের বাসায় আসেন। পরে কবিরাজ বাবাকে একটি রুমে নিয়ে দরজা বন্ধ করে পানি দিয়ে ঝাড়ফুঁক দেন।

প্রায় ঘণ্টাখানেক পর কবিরাজ রুম থেকে বের হয়ে বলেন, আপনারা এক ঘণ্টা পর ওই রুমে যাবেন। নাহলে আপনারা ওই রোগে আক্রান্ত হবেন। এই কথা  বলে কবিরাজ তার সম্মানী নিয়ে চলে যান।

পরে পরিবারের অন্য সদস্যরা গিয়ে দেখেন তার বাবার গলায় দেওয়া স্বর্ণের চেইন নেই। তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। কথা বলতে পারছেন না। পরে তাকে তোলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান আল আমিন।   

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এজেডএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।