ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

পাবনায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
পাবনায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: পাবনায় চান্দু মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান এ আদেশ দেন।


 
এর আগে, সদর উপজেলার বিল ভেদুরিয়া গ্রামে অভিযান চালিয়ে চান্দু মিয়াকে দুই কেজি গাঁজাসহ আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
 
চান্দু মিয়া বিল ভেদুরিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।
 
পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে বিল ভেদুরিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী চান্দুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।  
 
পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে, তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক।
 
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।