ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

শার্শায় গাঁজা-ফেনসিডিলসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
শার্শায় গাঁজা-ফেনসিডিলসহ আটক ৩ ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলায় ২ হাজার পিস ইয়াবা, ৪৩ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।



পুলিশ জানায়, বেনাপোল স্থলবন্দর এলাকার গোলদার জামে মসজিদ এলাকা থেকে দুপুর ২টার দিকে ২ হাজার পিস ইয়াবাসহ আব্দুল মান্নান (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পোর্ট থানা পুলিশ। আব্দুল মান্নান পোর্ট থানাধীন সাদীপুর খেয়াঘাট এলাকার মৃত ফজলে করিমের ছেলে।

সকাল ১১টার দিকে বেনাপোল পৌরসভার গাতিপাড়া সড়ক থেকে নূর হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে একটি টেলিভিশনসহ আটক করে বিজিবি। পরে, ওই টেলিভিশনের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নূর হোসেন বেনাপোলের গাতিপাড়া গ্রামের মহব্বতের ছেলে।

সকালে শার্শার যাপদপুর ইউনিয়নের ডকের বাগান গ্রাম থেকে ২ কেজি গাঁজাসহ তৈয়েব আলীর স্ত্রী মোমেনা খাতুনকে আটক করে পুলিশ। তার নামে শার্শা থানায় একাধিক মামলা আছে বলে জানায় পুলিশ।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক ও বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাবুর রহমান এসব বিষয় বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।