ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সদস্য ও অধুনালুপ্ত দৈনিক বাংলার সিনিয়র রিপোর্টার শরীফ আলমাজী আর নেই। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকাল তিনটায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন তিনি(ইন্নালিল্লাহে ..........রাজেউন)।
তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ৩ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শেষ শ্রদ্ধা জ্ঞাপন ও নামাজে জানাজার জন্য শরীফ আলমাজীর মরদেহ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবে আনা হবে।
শরীফ আলমাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি। ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এএসআর