ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ঢাকামুখী ট্রেন চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ঢাকামুখী ট্রেন চলাচল শুরু ছবি: ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িযা: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেল স্টেশনের কাছে পণ্যবাহী কন্টেইনার ট্রেনের (৮০৬ ডাউন) ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার প্রায় সাত ঘণ্টা পর একমুখী (ঢাকা অভিমুখী) ট্রেন চলাচল শুরু হয়েছে।

আখাউড়া থেকে আসা একটি রিলিফ ট্রেন প্রায় সাত ঘন্টা চেষ্টা চালিয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে দুর্ঘটনা কবলিত ইঞ্জিনটিকে সরিয়ে নিলে এই পথে একমুখী ট্রেন চলাচল স্বাভাবিক হয়।



আখাউড়া রেলওয়ে জংশনের নির্বাহী প্রকৌশলী কাজী মোস্তাফিজুর রহমান জানান, আপাতত এক লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হতে (দুই লাইনে) আরো সময় লাগবে।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মাইনুল হক জানান, আপ লাইনে ট্রেন চলাচল শুরু হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকে পড়া নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ও আখাউড়া জংশনে আটকে পড়া চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন যথাক্রমে সন্ধ্যা ছয়টা ও সোয়া ছয়টায় ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী কাজী মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে বিভাগীয় পরিবহন পরিদর্শক মো. মাহবুবুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটি দ্রুত এর কারণ উদঘাটন করে প্রতিবেদন দেবে।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলস্টেশনের কাছে পণ্যবাহী কন্টেইনার ট্রেনের (৮০৬ ডাউন) ইঞ্জিন লাইনচ্যুত হয়। ফলে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ।

বাংলাদেশ সময়: ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আরএ

** ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের যোগাযোগ বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।