ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে যৌন হয়রানির দায়ে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ফরিদগঞ্জে যৌন হয়রানির দায়ে কারাদণ্ড

চাঁদপুর: স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে চাঁদপুরের ফরিদগঞ্জে দুই বখাটেকে ৯ মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফুল ইসলাম এ সাজা দেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন- রায়পুর উপজেলার আ. গণির ও একই উপজেলার চর দুঃখিয়া গ্রামের মো. শরীফ।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বাংলানিউজকে জানান, চর দুঃখিয়া গ্রামের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন আ. গণি ও শরীফ। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আব্দুল হাই দুই বখাটেকে আটক করে পুলিশে দেয়। এরপর রোববার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক উভয়কে ৯ মাসের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।