ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
হাতিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজার এলাকা থেকে শামীম (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব-১১) সদস্যরা।

এ সময় তার  শরীরে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।



রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়। শামীম ওই এলাকার আজহার উদ্দিনের ছেলে।

র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের ডিএডি আজগর বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে র‌্যাবের একটি দল ভূমিহীন বাজারের অভিযান চালায়। এ সময় সন্দেহ হলে শামীমকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শামীম একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।