ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি পৌর এলাকা থেকে আঁখি আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভাঙাদৌলা গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বাংলানিউজকে জানান, চার মাস আগে নলছিটির সুবিদপুর গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে বিয়ে হয় আঁখি আক্তারের। বিয়ের পর স্বামীর সঙ্গে খুলনা চলে যান আঁখি। কিছুদিন আগে আঁখি তার বাবার বাড়িতে বেড়াতে আসেন।
পারিবারিক বিষয় নিয়ে শনিবার রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয় আঁখির। এ অবস্থায় রাতে খাবার না খেয়েই নিজের কক্ষে চলে যান আঁখি।
রোববার সকালে বাড়ির পেছনের একটি লকেট গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আঁখির ঝুলন্ত মৃতদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের পর বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে ওসি জানান। তবে, নিহতের বাবা আনোয়ার হাওলাদার বাংলানিউজকে বলেন, স্বামীর সঙ্গে অভিমান করেই তার মেয়ে আত্মহত্যা করেছে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এএটি/আরএ