সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার সম্ভাব্য সব কিছুই করবেন। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষিসহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য পুনর্বাসন কাজ শুরু করা হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চল তেকানী, মনসুরনগর ও নাটুয়ারপাড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনার রশীদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সন্ধ্যার দিকে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুনাম নষ্ট হয় এমন কাজ কেউ করলে তাকে ছাড় দেওয়া হবে না। আমি এলাকার উন্নয়নের দায়িত্বে থাকবো। আপনারা থাকবেন দলের সাংগঠনিক উন্নয়ন কাজে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়ায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ছয় কিলোমিটার বিদ্যুৎ লাইনের বিদ্যুৎ সঞ্চালন এবং ৫শ’ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আরএ