ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ভারতের মধ্যপ্রদেশে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ভারতের মধ্যপ্রদেশে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক এ এইচ মাহমুদ আলী / ফাইল ফটো

ঢাকা: ভারতের মধ্যপ্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃতের ঘটনায় শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানান।



শোকবার্তায় মাহমুদ আলী বলেন, বাংলাদেশের জনগণ ও আমার নিজের পক্ষ থেকে এই দুঃখজনক ঘটনার জন্য ভারতের প্রতি আমাদের গভীরতম সমবেদনা ও হৃদয়গ্রাহী সহানুভূতি জানাচ্ছি। এই কঠিন সময়ে আমরা সবসময় আপনাদের পাশে আছি।
 
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার পেতলাওয়ার শহরের একটি রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে। স্থানটি প্রাদেশিক রাজধানী ভূপাল থেকে ৩শ’ কিলোমিটার দূরে অবস্থিত। এখন পর্যন্ত এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৯০ জন ছাড়িয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
জেপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।