ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

৬তলা থেকে লাফিয়ে ২ গৃহকর্মীর আত্মহত্যার চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
৬তলা থেকে লাফিয়ে ২ গৃহকর্মীর আত্মহত্যার চেষ্টা ছবি: প্রতীকী

ঢাকা: গৃহকর্তার ওপর রাগ করে রাজধানীর দক্ষিণ কাফরুল এলাকায় দুই গৃহকর্মী একসঙ্গে ৬তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

রোববার(১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।



এরা হলো-খোদেজা(১৪) ও হাবিবা(১৬)। তারা ৪৫২ দক্ষিণ কাফরুলের ৬তলা বিশিষ্ট একটি ভবনের ৪র্থ তলায় পাশাপাশি ফ্লাটে গৃহকর্মী হিসেবে কর্মরত।

ওই ফ্লাটের গৃহকর্তা সুমন বাংলানিউজকে বলেন, খোদেজা ও হাবিবা প্রায়ই ভবনের বারান্দা ও ছাদে গিয়ে ছেলেদের সঙ্গে আড্ডা মারে। এ বিষয়ে আজ তাদেরকে একটু গালাগালি করি। আর এ কারণেই তারা ৬তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে জানান, দুই গৃহকর্মী লাফিয়ে বালুর ওপরে পড়ায় বেঁচে গেছে। তাদেরকে ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এজেডএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।