লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কোরবানির হাটে অতিরিক্ত খাজনা আদায়ের দায়ে ইজারাদারের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার(১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদিতমারী উপজেলার মহিষখোচা কুষ্টারীর হাটে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক লালমনিরহাটের সহকারী কমিশনার (আর এম ও আর আর) নাজমুন নাহার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার মহিষখোচা কুষ্টারীর হাটে কোরবানীর পশু ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে ইজারার নামে অতিরিক্ত খাজনা আদায় করছে এ হাটের ইজারাদার। সরকারি বিধি মতে প্রতিটি গরু শুধুমাত্র ক্রেতার কাছ থেকে ২শ’ টাকা আদায়ের কথা থাকলেও উভয়ের কাছ থেকে সাড়ে ৪ থেকে ৫শ’ টাকা হারে আদায় করছে ইজারাদার।
এছাড়া ছাগল ক্রেতার কাছ থেকে ৪০ টাকা নেওয়ার বিধান থাকলেও ইজারাদার ক্রেতার কাছ থেকে ২শ’ এবং বিক্রেতার কাছ থেকে ৫০ টাকা হারে আদায় করছে।
বিষয়টি গোপন সংবাদে জানতে পেরে রোববার বিকেলে ওই হাটে ভ্রাম্যমাণ আদালত বসান সহকারী কমিশনার নাজমুন নাহার।
অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়টি সত্য প্রমাণিত হওয়ায় গরু পট্টিতে ১৫ হাজার ও ছাগল পট্টিতে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আরএ