ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

শাহ আবদুল করিম আমার বন্ধু ছিলেন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
শাহ আবদুল করিম আমার বন্ধু ছিলেন ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাউল সম্রাট শাহ আবদুল করিম আমার বন্ধু ছিলেন, এজন্য আমি নিজেকে গর্বিত মনে করি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাউল শাহ আবদুল করিমের ৬ষ্ঠ প্রয়াণদিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



সুবচন নাট্য সংসদ এবং ভাটি বাংলা সাংস্কৃতিক পরিষদের যৌথ উদ্যোগে স্মরণ-অনুষ্ঠান এবং নাটক মঞ্চায়নের আয়োজন করা হয়।

আয়োজনের অংশ হিসেবে মঞ্চায়িত হয় সুবচন নাট্য সংসদের ৩৩তম প্রযোজনা বাউল শাহ আব্দুল করিমের জীবন ও দর্শন নির্ভর নাটক ‘মহাজনের নাও’।

শাকুর মজিদ রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, শাহ আবদুল করিম ছিলেন আমার একজন ভাল বন্ধু। তার সঙ্গে আশির দশকে আমার পরিচয় হয়। অসম্ভব সাধাসিধে এ মানুষটি অসাধারণ শিল্পি ছিলেন।

তিনি আরও বলেন, তার বাড়িতে প্রতিবছর মেলা বসতো। তবে এ মেলা সে কখনোই বসাতেন না, সাধারণ মানুষই এর আয়োজন করতেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ভাটি বাংলা সংস্কৃতি পরিষদের উপদেষ্টা নেসার আলম মুকুল এবং গ্রুপ থিয়েটারে সহ সভাপতি জুনা চৌধুরী।

অনুষ্ঠান শেষে ‘মহাজনের নাও’ নাটকটি মঞ্চস্থ হয় এবং অর্থমন্ত্রীসহ অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিরা উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এমএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।