ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর ভাসানটেকে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মফিজুল ইসলাম(৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

ভাসানটেক মুক্তিযোদ্ধা স্কুলের পাশে একটি নির্মাণাধীন ১০তলা ভবনে কাজ করছিলেন তিনি।



রোববার(১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তিনি ৭তলা থেকে পড়ে যান। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

মফিজুলের ফুফাতো ভাই ফেরদৌস বাংলানিউজকে জানান, মফিজুল মাগুরা জেলার শ্রীপুর থানার টুপিপাড়া গ্রামের বাসিন্দা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক(এএসআই)সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এজেডএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।