ঢাকা: রাজধানী আগারগাঁও বিএনপি বাজার এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সোহাগ (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাগের সহকর্মী মো. সেলিম বাংলানিউজকে জানান, বিএনপি বাজারের নির্মাণাধীন ১৩ তলা ভবনের সাততলায় কাজ করার সময় হঠাৎ পড়ে যান সোহাগ। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টায় দায়িত্ব চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহাগের বাড়ি সিরাজগঞ্জে বলে জানা গেছে।
ঢামেকের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে।
বাংলাদেশ সময়: ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এজেডএস/আরএ