মুন্সীগঞ্জ: বেতন ও ঈদ বোনাসের দাবি করায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরের বর্ণালী ফেব্রিক্স লিমিটেডের শ্রমিকরা ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করেছে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে শ্রমিকরা ফ্যাক্টরির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
এদিকে, শত শত শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কের ৪ থেকে ৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে এ সড়কে চলাচলরত যাত্রী সাধারণ চরম দুর্ভোগের শিকার হয়েছেন।
খবর পেয়ে সদর থানার ওসি মো. ইউনুচ আলীর নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে মালিক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে করে শ্রমিকদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে সন্ধ্যা ৭টার দিকে সড়ক অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী বাংলানিউজকে জানান, আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে যানবাহন চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
পিসি/