ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঢামেক হাসপাতালে চিকিৎসক লাঞ্চিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ঢামেক হাসপাতালে চিকিৎসক লাঞ্চিত ছবি: ফাইল ফটো

ঢাকা: বহিরাগত যুবকদের হাতে লাঞ্চিত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের (সিসিইউ) সিনিয়র চিকিৎসক মারুফ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় হৃদরোগ বিভাগে (সিসিইউ) এ ঘটনা ঘটে।



নাম প্রকাশে অনিচ্ছুক এক সিসিইউ কর্মচারী বাংলানিউজকে জানান, সন্ধ্যায় এই বিভাগে রাজু (২৫) নামে এক রোগী মারা যান। এ ঘটনায় ওই রোগীর পরিবার চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। রাতে রোগীর স্বজনদের পরিচিত ১০ থেকে ১২ জন যুবক কর্তব্যরত চিকিৎসক মারুফকে লাঞ্চিত করে।

এ ঘটনায় ঢামেক ক্যাম্প পুলিশ ও দায়িত্বরত আনসার সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই ওই যুবকরা পালিয়ে যান বলে জানান তিনি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, আমি ঘটনাস্থলে এসে পৌঁছানোর আগেই পালিয়ে যায় ওই যুবকরা। তাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এজেডএস/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।