ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দরে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
চিরিরবন্দরে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরের সিন্দুরা নামক এলাকায় ট্রাক চাপায় সামিউল ইসলাম (১২) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

সামিউল উপজেলার পুনট্রি ইউনিয়নের দোয়াপুর গ্রামের ছাবেদুল ইসলামের ছেলে।

সে উচিৎপুর ফুলকুঁড়ি কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাইসাইকেল যোগে আমতলী থেকে বাড়ি ফেরার পথে সিন্দুরা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ট্রাকসহ চালক শফিকুল ইসলামকে (৪২) আটক করা হয়েছে বলেও ওসি জানান।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।