ঢাকা: ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক। তাঁর এ অবদান দেশবাসীর কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।
সাবেক এই শিক্ষামন্ত্রীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ঠেকাতে তিনি’ই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন যার যার অ্যাকাউন্টে দেওয়ার প্রচলন করেছেন। শিক্ষার পদ্ধতিগত পরিবর্তনও তাঁর হাত ধরেই।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান খানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এছাড়াও এ সভায় বিশেষ অতিথি ছিলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, সংসদ সদস্য নবী নেওয়াজ, কৃষি সচিব শ্যামল কান্তি ঘোষ, চিটাগং স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. আব্দুল মজিদ প্রমুখ।
খুলনা বিভাগীয় সমিতি ঢাকা সভাটির আয়োজন করে।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসই/এসইউ