ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকায় জাতিসংঘ শান্তিরক্ষী সহায়তা বিভাগ প্রধান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ঢাকায় জাতিসংঘ শান্তিরক্ষী সহায়তা বিভাগ প্রধান

ঢাকা: জাতিসংঘের শান্তিরক্ষী সহায়তা বিভাগের প্রধান অতুল খেরে ঢাকায় এসে পৌঁছেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে তিন দিনের সফরে ঢাকা পৌঁছান তিনি।



পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন এক কর্মকর্তা এ ব্যাপারে জানান, শান্তিরক্ষী বাহিনী সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন জাতিসংঘের শান্তিরক্ষী সহায়তা বিভাগ প্রধান।

সূত্র জানায়, শান্তিরক্ষী বাহিনী সংশ্লিষ্ট বিশ্বের বিভিন্ন দেশ সফরের অংশ হিসেবেই তিনি বাংলাদেশ সফর করছেন। সফরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সেনাবাহিনী প্রধান, আইজিপি শহীদুল হক ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন অতুল খেরে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে বলে সূত্র জানায়। সোমবার সকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখবেন। এছাড়াও সাভারে অবস্থিত বাংলাদেশ ইনিস্টিটিউট ফর পিস অ্যান্ড সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করার কথা রয়েছে এই জাতিসংঘ কর্মকর্তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীতে সেনা প্রদানকারী অন্যতম একটি দেশ। জাতিসংঘের শান্তিরক্ষী সহায়তা বিভাগের প্রধান নিয়মিত সেনা প্রেরণকারী দেশগুলো সফর করেন। তারই অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন অতুল খেরে।

চলতি বছরের জানুয়ারিতে তাকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির দায়িত্ব দেন মহাসচিব বান কি মুন। ফেব্রুয়ারি মাসে তিনি বাংলাদেশি বংশোদ্ভুত আমিরা হকের স্থলাভিষিক্ত হন। দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে এটি তার প্রথম সফর।

বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
জেপি/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।