ঢাকা: রাজধানীর রামপুরা বউবাজার এলাকায় শ্যালিকা ধর্ষণের অভিযোগে ভগ্নিপতি আসাদকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে আসাদের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে রামপুরা থানায় একটি মামলা দায়ের হয়।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শনিবার দুপুরে আসাদ নিজের বাসায় শ্যালিকাকে ধর্ষণ করেছে বলে তার স্ত্রীর অভিযোগ।
স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার দিনগত রাতে ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এজেডএস/এফবি/এসইউ