ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে সাবেক সেনা সদস্যের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
মেহেরপুরে সাবেক সেনা সদস্যের মৃতদেহ উদ্ধার

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের একটি আম বাগান থেকে সাবেক সেনা সদস্য হাবিবুর রহমান হাবিবের (৫০) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

হাবিবুর রহমান হাবিব উজুলপুর গ্রামের ইউনিয়ন পরিষদ পাড়া এলাকার বাসিন্দা।



সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশ স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ওই আম বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব খবরের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উপজেলার উজলপুর গ্রামের আব্দুল হাকীম নামের এক ব্যক্তির আম বাগানের একটি গাছে কোমরে ও পায়ে দড়ি বাঁধা অবস্থায় সাবেক সেনা সদস্য হাবিবুর রহমানের মৃতদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

কোমর ও দুই পা বাঁধা ছাড়‍াও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতের স্ত্রী লাইলী বেগম বাংলানিউজকে জানান, রোববার বিকেলে কুতুবপুর গ্রামে এক আত্মীয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে বের হন হাবিব। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে কোথাও পাননি।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, সেনাবাহিনী থেকে হাবিবুর রহমান অবসরে যাওয়ার পর ওই এলাকায় ভূসি মালের ব্যবসা শুরু করেন। সম্প্রতি তিনি আদম ব্যবসায় জড়িয়ে পড়েন। অনেকেই তার কাছে আদম ব্যবসার জন্য টাকা পেতেন।

এছাড়াও তিনি সদর থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা পরিবার ও স্থানীয়রা নির্দিষ্ট করে বলতে পারেননি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।