আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদী এবং পাশের প্লাবন জলাশয়ে বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জাতের ৪৪৩ কেজি পোনামাছ অবমুক্ত করেন।
এসময় অন্যান্যদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা মো. নূরুল ইসলাম, উপজেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পেয়ারা বেগম পিওনা, উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা জুয়েল রানা, ঠিকাদার নাজির হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এটি।