ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ভ্যাট প্রত্যাহার নিয়ে অর্থমন্ত্রীকে নির্দেশনা প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট ও সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ভ্যাট প্রত্যাহার নিয়ে অর্থমন্ত্রীকে নির্দেশনা প্রধানমন্ত্রীর

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর আরোপিত অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আজই জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা।

তিনি জানিয়েছেন বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই।

তবে প্রধানমন্ত্রী এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে অর্থমন্ত্রীকে জানিয়েছেন। ধারণা করা হচ্ছে ওই নির্দেশনার কথা যে কোনও সময় সংবাদমাধ্যমকে জানানো হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি আরও বলেন, এটা নিশ্চিত যে, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, যথা সময়ে তা জানিয়ে দেওয়া হবে।

কে জানাবেন? সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব জানান, অর্থমন্ত্রী নিজেও জানাতে পারেন, আর যেহেতু বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের এখতিয়ার সেহেতু তাদের মাধ্যমেও আসতে পারে।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা শুরু হয়।
 
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, “ভ্যাট প্রত্যাহার বিষয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একটি স্ক্রল প্রধানমন্ত্রীসহ সবারই দৃষ্টিগোচর হয়েছে। কিন্তু বলতে চাই, এ সম্পর্কে কেবিনেটে কোনো আলোচনা হয়নি। এটা কেবিনেটের বিষয় নয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে কথা বলেছিলেন। এতে সিদ্ধান্ত কী হয়েছে- সেটি অর্থমন্ত্রীর পক্ষ থেকে বা অন্যভাবে অফিসিয়ালি জানানো হবে। ”

এদিকে, একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে রোববার সন্ধ্যায় গণভবনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট প্রত্যাহার করার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি।

** ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রিসভায়

বাংলাদেশ সময় ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসকে/এসকেএস/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।