ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের অপসারণ দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
গোপালগঞ্জে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের অপসারণ দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরের বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্রীরা।

বিভিন্ন সময়ে প্রধান শিক্ষক মো. ইমরান আলী কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে এ কর্মসূচি পালিত হয়।



সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ছাত্রীরা স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে। এ সময় রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

বেলা সোয়া ১১টার দিকে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিনুল ইসলাম ছাত্রীদের বুঝিয়ে সড়ক অবরোধ তুলে দেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আসে।

সেখানে দুপুর ১টা পর্যন্ত অবস্থান করে ছাত্রীরা। পরে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এদিকে, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‍নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।