সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ব্রিজের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ ব্রিজের পাশে পানিতে মৃতদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন বিষয়টি বাংলানিউজকে নিশ্চত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসআই