ধুনট (বগুড়া): বগুড়া খ্রিস্টান যুব সমিতির উদ্যোগে ধুনট উপজেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট পৌর এলাকায় বানভাসি পরিবারের মধ্যে চিড়া-গুড় ও কাপড় বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক।
এ সময় ধুনট পৌরসভার কাউন্সিলর শাহজাহান আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক পবিত্র প্রামাণিক, খ্রিস্টান যুব সমিতির সভাপতি রিওন মারান্ডো, সাধারণ সম্পাদক এলবার্ট লেলিন বিশ্বাস ও কোষাধ্যক্ষ সালমান সুজয় মল্লিক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এএটি/আরএ