ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
চাঁদপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুর কর অঞ্চল কুমিল্লার আয়োজনে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে এ মেলার উদ্বোধন করেন চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ।



এ সময় চাঁদপুর অঞ্চলের সহকারী কর কমিশনার এবিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন-চাঁদপুর কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা ও সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন।

বক্তারা বলেন, আয়কর মেলা মানুষকে কর দিতে উৎসাহ যোগায়। নিজ উদ্যোগে কর দিলে এ ধরনের মেলা আয়োজন করার কোনো প্রয়োজন ছিলো না। কর দিলে রাষ্ট্রের মূল আয় বাড়ে। সরকারের দায়িত্ব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা। নাগরিকের দায়িত্বে কর দিয়ে রাষ্ট্রীয় কর্মকাণ্ডকে সহযোগিতা করা।

চাঁদপুরে ২০১৪ সালে কর আদায় হয়েছে ৪২ কোটি টাকা। আগামী বছর এ অঞ্চলকে ৫৩ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করদাতাদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও আয়কর কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।