মাগুরা: সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহকে দেখতে হাসপাতালে গেলেন মাগুরার সন্তান বিশ্বসেরা অল রাউন্ডার ক্রিকেটার টাইগার বয় সাকিব আল হাসান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন সাকিব।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ডা. তোফাজ্জেল হক চয়ন। দেশ বরেণ্য এ ক্রিকেটারের উপস্থিতিতে পুলিশ সুপার মানসিকভাবে বেশ উজ্জীবিত হন। এ সময় সাকিব একেএম এহসান উল্লাহর দ্রুত সুস্থতা কামনা করেন।
সম্প্রতি মাগুরার সন্ত্রাস ও মাদক দমনে পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ সুনাম কুড়িয়েছেন।
১৩ সেপ্টেম্বর (রোববার) দুপুরে ঢাকা থেকে অফিসের কাজ শেষে মাগুরা ফেরার পথে মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের কাশাদাহ এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএইচ